চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এতবারপুর ইউনিয়নের মধুসাইর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই কর্মসূচি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের হাতে ওই লিফলেট তুলে দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সহিদুজ্জামান সরকার কমিশনার, কামাল হোসেন কমিশনার, চান্দিনা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান মুন্সী, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী, পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম কমিশনার, যুগ্ম-আহ্বায়ক মো. মনির খাঁন, উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদিকা নিলুফা আক্তার, এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা তাঁতী দল আহ্বায়ক মো. মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক ফারুক খাঁন, সদস্য সচিব ই.ম. আসাদুজ্জামান শান্ত, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী, উপজেলা ওলামাদল আহবায়ক মাওলানা তাজুল ইসলাম, পৌর কৃষক দল সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দল যুগ্ম-আহ্বায়ক মো. আলাউদ্দিন, এতবারপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দয়াল, যুবদল নেতা আবু তাহের টিটু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: ইয়াসিন সরকার, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৮৯৫৪৮১১৮৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত