স্টাফ রিপোর্টার
চান্দিনায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে।
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার শিক্ষার্থীরা ৬ টি ইভেন্টে অংশ নেয়। চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম বাড়েরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল ফাইনাল খেলায় টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান,রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো.মনিরুল ইসলাম ভুইয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ইয়াসিন সরকার, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৮৯৫৪৮১১৮৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত