স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ রাত্রে-দিনে পরিদর্শন করছেন বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার ডা: ধরণীমোহনপাল রাজকালীবাড়ি মন্দিরে বুধবার (১অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া,মেজর জেনারেল মো: নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ সেনাবাহিনী। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, অধিনায়ক ৩ ই বেঙ্গল রেজিমেন্ট, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম, ইলিয়ট গঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন, উপজেলা আনসার কমান্ডার।
সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, পুজা মণ্ডুপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজা পালনের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে এবং পুজা শেষে বিসর্জনের জন্য সতকর্তা অবলম্বন সহ পানিতে যাতে কেউ ডুবে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনছার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। পুজা পালনে কোন সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।
চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭০টি পুজা মণ্ডুপে পুজা উদযাপন হচ্ছে। চান্দিনা ক্যাম্পের সেনাবাহিনী পূজা মন্ডপ গুলি সার্বক্ষণিক নিরাপত্তার নজরদারিতে রাখছে।