চান্দিনা( কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ৬ গুণী শিক্ষককে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে, উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রৌশনা আক্তার। চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো.মনিরুল ইসলাম, চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারবেজসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ৬ গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম,আবেদানূর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ
মোহাম্মদ সাইদুল ইসলাম,কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: কামরুল কবির,মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ আফাজউদ্দিন মিয়াজী,চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টেকনিক্যাল মো. আসাদুজ্জামান,মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বাগমারা ইসলামিয়া দাখিল মাদরাসার জুনিয়র মৌলবী শামীমা আক্তার।
সম্পাদক ও প্রকাশক: ইয়াসিন সরকার, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৮৯৫৪৮১১৮৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত