
চান্দিনায় এফ আর হিউম্যান কেয়ার এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সংবর্ধনা
চান্দিনা ( উপজেলা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষা ক্ষেত্রে মানবিক সহায়তা জোরদারের লক্ষে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে চান্দিনা বাজারের একটি পার্টি সেন্টারে এফ আর হিউম্যান কেয়ার এর উদ্যোগে ‘এফ আর মেধা বৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- অস্ট্রেলিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি’র প্রফেসর ড. আজহারুল করিম। এফ আর হিউম্যান কেয়ার এর সাবেক চেয়ারম্যান রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- এফ আর হিউম্যান কেয়ার এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চান্দিনা পৌরসাভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, হারং আলিম মাদ্রাসার প্রভাষক মাও. আবুল হাশেম, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আজিজুল হক। এফ আর হিউম্যান কেয়ার এর সদস্য জাফর হোসেন রিমন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- হারং আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আলাউদ্দিন, চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন, আবেদা নুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আবু হানিফ, মো. মহিউদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. সাব্রিনা ফৌজিয়া, এফ আর হিউম্যান কেয়ারের উপদেষ্টা মোসা. রাইহানুল আরজু, হারং সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি হাবিবউল্লাহ বাহার, হারং উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহ বদিউল আলম, বড়ইয়া কৃষ্ণপুর সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি মো. মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজকর্মী ও অভিভাবকবৃন্দ।