
চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
চান্দিনা উপজেলা প্রতিনিধি ( কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষা এবং মাতৃভূমি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সন্তানের সন্তোষজনক ফলাফল দেখে স্বপ্ন পূরণের আশা ও গর্বে অভিভূত হয়ে পড়েন অভিভাবকরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মোস্তফা কামাল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। মানসম্মত শিক্ষা ও নৈতিকতা গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃভূমি পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মোতালিব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম, অভিভাবক ফোরাম সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাতৃভূমি রূপনগর শাখার প্রিন্সিপাল মো. জহিরুল ইসলাম এবং মাতৃভূমি মডেল গার্লস শাখার ভাইস প্রিন্সিপাল তাজুল ইসলাম।
অনুষ্ঠানে মাতৃভূমি বৃত্তি প্রকল্পসহ বিভিন্ন বৃত্তি কর্মসূচির ফলাফল ঘোষণা করা হয়। মাতৃভূমি বৃত্তি প্রকল্পে অংশগ্রহণকারী ৪৮০ জন শিক্ষার্থীর মধ্যে ১০২ জন বৃত্তি অর্জন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৪ জন এবং সাধারণ গ্রেডে ৭৮ জন শিক্ষার্থী বৃত্তি পায়।
ওয়ামি বৃত্তিতে ৫২০ জন শিক্ষার্থীর মধ্যে ১১৭ জন বৃত্তি লাভ করে, যার মধ্যে ট্যালেন্টপুলে ১৪ জন এবং সাধারণ গ্রেডে ১০৩ জন। চান্দিনা জনকল্যাণ সমিতির বৃত্তিতে ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন বৃত্তি অর্জন করে, এর মধ্যে ট্যালেন্টপুলে রয়েছে ২ জন। এছাড়া মুকুন্দপুর প্রাক্তন ছাত্র পরিষদের বৃত্তিতে ২০ জনের মধ্যে ৮ জন এবং অলিতলা প্রাক্তন ছাত্র পরিষদের বৃত্তিতে ১০ জনের মধ্যে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ফলাফল ঘোষণার শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।